Advertisements
Advertisements

জমি বিবাদ বড় বিবাদে রূপ নেয়, পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন ওই মহিলা

ঠাকুরগঞ্জ থানা এলাকার ১নং নগর পঞ্চায়েত ওয়ার্ডে জমি বিবাদ বড় বিবাদে রূপ নেয়। ১নং ওয়ার্ডের বাসিন্দা যুবক অমিত কুমার জানান, কয়েক শতাধিক লোক জোরপূর্বক বাড়িটি দখল করতে শুরু করে যার ফলে তার মা ও ভাই গুরুতর আহত হয়। যুবক অমিতের বাবা খোদ প্রশাসনের বিরুদ্ধেই প্রশ্ন তুললেও তিনি বলেন, প্রশাসনের উপস্থিতিতেই মারামারির ঘটনা ঘটেছে। পুরো বিষয়টির অপর পক্ষের মোহাম্মদ আহমেদ হুসাইন তার পক্ষ উপস্থাপন করতে গিয়ে বলেন, পুরো বিষয়টি আমার ভাই কয়েক বছর আগে জমির বিরোধের সাথে জড়িত এবং প্রশাসনের পুরো টিম সেটি খালি করতে পৌঁছেছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি বিবেচনা করা হচ্ছে না।
ঠাকুরগঞ্জের এস-ডি-পি-ও মঙ্গলেশ কুমার সিং এই বিরোধের পুরো বিষয়টি সম্পর্কে অলিখিত টেলিফোনের মাধ্যমে তথ্য দিতে গিয়ে বলেন, বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়া গেছে এবং বর্তমানে উক্ত স্থানটি খালি করা হয়েছে, বিষয়টি জমি সংক্রান্ত বিরোধের সাথে জড়িত প্রশাসন মোতায়েন করা হয়েছে।

জমি বিবাদ বড় বিবাদে রূপ নেয়, পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন ওই মহিলা